Wednesday, September 28, 2022
Homeবিনোদনবাহুবলি ২ এর আয় ১৫০০ কোটি ছাড়াল!

বাহুবলি ২ এর আয় ১৫০০ কোটি ছাড়াল!

: প্রত্যাশা মতোই ১৫০০ কোটি টাকার সীমা ছাড়িয়ে গেল বাহুবলী ২-এর বক্স অফিস কালেকশন। ভারতীয় সিনেমার ইতিহাসে সব রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়ল এই ছবি।

ছবি মুক্তির প্রথম দিনেই বক্স অফিস সংগ্রহ ছাড়িয়েছিল ১০০ কোটির অঙ্ক। মুক্তি পাওয়ার ২১ দিনের মাথায় বাহুবলী ২-এর টিকিট বিক্রির টাকা ছাড়াল ১৫০০ কোটির মাত্রা। গোটা বিশ্বে মুক্তি পাওয়া বাহুবলী ২-এর বক্স অফিস কালেকশন এমন তথ্যই তুলে এনেছে।

বাহুবলীর হিন্দি ভার্সনের প্রোডিউসার ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে এই সাফল্যের কথা টুইট করে জানানো হয়েছে। বাহুবলীর শুধু হিন্দি ভার্সনটির বক্স অফিস সংগ্রহও পেরিয়েছে ৫০০ কোটির অঙ্ক। ভারতে ৬,৫০০ পর্দায় এবং গোটা বিশ্বে ৯০০০-এরও বেশি পর্দায় মুক্তি পেয়েছে বাহুবলী : দ্য কনক্লুশন।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট