Sunday, April 14, 2024
Homeবিজ্ঞান ও প্রযুক্তিএমপিথ্রি ফরম্যাট বন্ধ হয়ে যাচ্ছে

এমপিথ্রি ফরম্যাট বন্ধ হয়ে যাচ্ছে

ডিজিটাল ডিভাইসে গান শোনার সবচেয়ে জনপ্রিয় অডিও ফরম্যাট এমপিথ্রি বন্ধ হচ্ছে।

সঠিক দিনক্ষণ না জানালেও এমপিথ্রি তৈরির প্রতিষ্ঠান ফ্রনহোফার ইনস্টিটিউট ফরম্যাটটি বন্ধের ঘোষণা দিয়েছে।

জার্মান প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে তারা এমপিথ্রি সংক্রান্ত কোনো লাইসেন্স আর বিক্রি করবে না।

প্রতিষ্ঠানটি যদি তাদের সিন্ধান্তে অটল থাকে তাহলে প্রযুক্তিপণ্য নিমার্তা প্রতিষ্ঠানগুলোকে এমপিথ্রি ফরম্যাটটি নবায়ন করাও বাদ দিতে হবে।

তবে নতুনভাবে এমপিথ্রি ফরম্যাটটির জায়গা দখল করতে পারে, এএসি বা অ্যাডভান্সড অডিও কোডিং ফরম্যাট। এমপিথ্রির তুলনায় কম জায়গা নিয়েও উন্নত মানের অডিও সেবা দেয় এএসি।

তবে এখনি ভড়কে যাওয়ার কোনো কারণ নেই, ব্যবহারকারীদের মোবাইল ফোন বা কম্পিউটারে আগের এমপিথ্রি ফরম্যাটের অডিও ফাইলগুলো চলবে।

অ্যাপলসহ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমপিথ্রির পাশাপাশি এএসি সাপোর্ট দিয়ে আসছে তাদের ডিভাইসে। এখন থেকে অন্য প্রতিষ্ঠানগুলোও এমপিথ্রির বদলে এএসিতে প্রবেশ করতেই হবে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট