Sunday, April 28, 2024
Homeবিজ্ঞান ও প্রযুক্তিপুরোনো অ্যাপ চালাবে না অ্যান্ড্রয়েড পি

পুরোনো অ্যাপ চালাবে না অ্যান্ড্রয়েড পি

পুরাতন অ্যাপ চালানো বন্ধ করছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার চেয়েও পুরাতন সংস্করণের জন্য তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড পিতে ইন্সটল করা যাবে না। পুরোনো অ্যাপে নিরাপত্তাগত সমস্যা থাকতে পারে এ শঙ্কা থেকেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

পুরোনো অ্যাপ সাপোর্ট দেয়াটা অপারেটিং সিস্টেম নির্মাতাদের জন্য বেশ ঝামেলাপূর্ণ। দীর্ঘদিন পর্যন্ত উইন্ডোজ পুরোনো অ্যাপ সাপোর্ট ধরে রেখেছিল, শেষ পর্যন্ত পুরোনো ও নতুন অ্যাপ দুটোই চালানোর ব্যবস্থা রাখতে গিয়ে সিস্টেমে প্রচুর গোলমাল দেখা দেয়। পরে উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ১০ থেকে পুরোনো অ্যাপ সাপোর্ট বাদ দেয়া হয়। অ্যাপল এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে, তারা পুরোনো অ্যাপ সাপোর্ট দ্রুতই বাদ দিয়ে থাকে।

আশা করা হচ্ছে পুরোনো কোড বাদ দেয়ার ফলে অ্যান্ড্রয়েড পি হবে আরও হালকা ও আধুনিক। গত ৫ বছরেও যেসকল অ্যাপ নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের কথা মাথায় রেখে আপডেট করা হয়নি সেগুলোর আদৌ দরকার আছে কি না তাও সন্দেহ আছে।

অ্যান্ড্রয়েড পি আসছে এ বছরের মধ্যভাগে। এর আগেই মে মাসের গুগল আই/ওতে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

সোর্সঃ ইউবারগিজমো

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট