Sunday, April 2, 2023
Homeবিজ্ঞান ও প্রযুক্তিভুয়া সংবাদ প্রকাশে গুগল থেকে দুইশ সাইট বাতিল

ভুয়া সংবাদ প্রকাশে গুগল থেকে দুইশ সাইট বাতিল

ভুয়া সংবাদ সাইট ঠেকানোর অংশ হিসেবে ২০১৬ সালের শেষ প্রান্তিকে নিজেদের বিজ্ঞাপন নেটওয়ার্ক অ্যাডসেন্স থেকে দুইশ’ প্রকাশনাকে বাতিল করেছে ওয়েব জায়ান্ট গুগল।
ভুয়া তথ্য দেয় এমন বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে গুগল সর্বদাই বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু সাম্প্রতিককালে ভুয়া সংবাদ অনেক বেশি বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধেও কঠোরভাবে পদক্ষেপ নেওয়াও শুরু করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তা ভোটে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন- এমন এক ভুয়া সংবাদ গুগলে স্থান করে নিলে সমালোচনা ও চাপের মুখে পড়ে গুগল। অথচ প্রকৃত সংবাদ ছিল- জনপ্রিয়তা ভোটে হিলারি ক্লিনটন-এর চেয়ে তার ভোট সংখ্যা ২৮ লাখ কম ছিল।
কথিত ভুয়া সংবাদ প্রকাশনা সাইটগুলো মাঝে মধ্যে “ডটকো” ডোমেইন ব্যবহার করে সুবিধা নেয়। সাধারণত সুপ্রতিষ্ঠিত সংবাদ সাইটগুলো নাম “ডটকম” দিয়ে শেষ হয়, আর এ কারণে ভুয়া সংবাদের সাইটগুলোর খবর মানুষকে বিশ্বাস করানোটা সহজ হয়।
তবে নিষিদ্ধ করা সাইটগুলোর তালিকা প্রকাশে গুগল অস্বীকৃতি প্রকাশ করেছে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট