Tuesday, March 19, 2024
Homeক্যারিয়ারআন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৩এসএসসি পাশে ৬৮ হাজার টাকা বেতনে চাকরি মার্কিন দূতাবাসে

এসএসসি পাশে ৬৮ হাজার টাকা বেতনে চাকরি মার্কিন দূতাবাসে

আমেরিকান অ্যাম্বাসি বা মার্কিন দূতাবাসের পরিচয়

মার্কিন দূতাবাস হল বাংলাদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। এই দূতাবাসের মাধ্যমেই আমেরিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে। যেসব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকে, সেসব দেশে এভাবে দূতাবাস তৈরি করে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে থাকে সকল দেশ। তারই ধারাবাহিকতায় এই দূতাবাস। এই দূতাবাসকে দ্য আমেরিকান সেন্টার নামে ডাকা হয়।

আরো পড়ুন: বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?

পদের নাম ও সংখ্যা

পদ: ডিসপ্যাচার

সংখ্যা: ২ জন

বেতন স্কেল: ৬৮,০০০ টাকা

অন্যান্য: বেতনের পাশাপাশি দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেয়া হবে

যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকমপক্ষে এসএসসি বা সমমান পাস। ফ্লিট ম্যানেজমেন্ট/ মোটার ভেহিকল ডিসপ্যাচার বা কাস্টমার সার্ভিসে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

অনলাইনে কুরআন, হাদিস, প্রশ্নোত্তর ও অন্যান্য ইসলামিক কনটেন্ট বিনামূল্যে পেতে ভিজিট করুন: উল্কা ইসলাম

চাকরিতে আবেদন করার নিয়ম

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনে দূতাবাসের ওয়েবসাইটে (নিচে দেয়া লিংক থেকে) অথবা সরাসরি আবেদন করতে হবে। নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সর্ম্পকে এই লিংক থেকে বিস্তারিত জানা যাবে।
  • আবেদনের ওয়েবসাইট: https://erajobs.state.gov/dos-era/vacancy/viewVacancyDetail.hms?_ref=y2hjn29npt0&returnToSearch=true&jnum=35775&orgId=157
  • আবেদনের ঠিকানা: অ্যাম্বাসি অব দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, ১২ মাদানী এভিনিউ, ঢাকা-১২১২।
  • আবেদন ফি: প্রয়োজন নেই।

নোট: উল্কা সংবাদে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি যাচাই করে প্রকাশ করা হয় না। প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিগুলো সরাসরি প্রকাশ করা হয়। তাই উল্কা কর্তৃপক্ষ কোনভাবে এসব চাকরির জন্য দায়বদ্ধ না।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট