Friday, April 26, 2024
Homeবিজ্ঞান ও প্রযুক্তিতিন স্ক্রিনের ল্যাপটপ আনছে রেজার

তিন স্ক্রিনের ল্যাপটপ আনছে রেজার

এবার গেমিং পিসি নির্মাতা প্রতিষ্ঠান রেজার বিশ্বে প্রথমবারের মতো তিন স্ক্রিনযুক্ত ল্যাপটপের ধারণা দিল । যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস টেক শো উপলক্ষে এ ল্যাপটপের ধারণা দিয়েছে এই প্রতিষ্ঠানটি।
তবে এখনো এটি ধারণা পর্যায়ে তবে কবে এই পণ্য বাজারে ছাড়া হবে তা নিশ্চিত করা হয় নি।
ল্যাপটপের মূল স্ক্রিনের সঙ্গে দুই পাশে দুটি স্ক্রিন স্লাইড আকারে বের হবে। যার প্রতিটি স্ক্রিন ১৭ ইঞ্চি মাপের।
গেমিং বিশ্লেষক জোনাথান ওয়াগস্টাফ বলেন, এখন গেমাররা একটির বেশি মনিটর ব্যবহার করেন। যদিও এই মনিটর প্রচলিত নয়, তবুও এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষ অবশ্যই এই ল্যাপটপ কিনবে।
সিইএস মেলা:
সিইএস মেলায় গেমিং ল্যাপটপ হিসেবে আসার ঘোষণা দিয়েছে প্রিডেটর ২১ এক্স। এর দাম ৮ হাজার ৯৯৯ মার্কিন ডলার। এ ছাড়া ১৭ ও ১৫ ইঞ্চি মডেলের নোটবুক ওডিসির ঘোষণা দিয়েছে স্যামসাং।
তথ্য সূত্র: বিবিসি

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট