‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস-এর এর পরবর্তী সিনেমা ‘সাহো’র নায়িকা হতে পারেন ক্যাটরিনা কাইফ।
এ মুহূর্তে ‘বাহুবলী-টু: দ্য কনক্লুশন’য়ের অভাবনীয় সাফল্যে ভাসছেন ‘বাহুবলী’ কলাকুশলীরা। এ ছবির প্রধান চরিত্র বাহুবলীর ভূমিকায় অভিনয় করে দক্ষীণি অভিনেতা প্রভাস রাতারাতি পরিণত হয়েছেন আন্তজার্তিকমানের বড় তারকায়। সামনেই তাকে দেখা যাবে নতুন ছবি ‘সাহো’তে। এতে তার বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
সময়টা এখন ভালোই যাচ্ছে ক্যাটরিনা’র। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন দুই ছবি ‘জাগ্গা জাসুস’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। এছাড়াও আমির খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ঠগস অব হিন্দুস্তান’য়ে দেখা যাবে তাকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘বাহুবলী-ওয়ান’ মুক্তির আগেই পরিচালক সুজিতের ‘সাহো’ ছবির জন্য চুক্তিবদ্ধ হন প্রভাস। ‘বাহুবলী-টু’ মুক্তির পর প্রভাসের বর্তমান তারকা খ্যাতির কথা মাথায় রেখেই তামিল, তেলুগু ও হিন্দি- এ তিন ভাষায় ছবিটি নির্মাণ করবেন বলে ঠিক করেছেন সুজিত। ‘সাহো’ ছবির জন্য প্রভাসের নাম শোনা গিয়েছিলো আগেই। কিন্তু তার বিপরীতে প্রধান নারী চরিত্রে কে অভিনয় করছেন তা নিশ্চিত করেননি পরিচালক। ফিল্মফেয়ারের প্রতিবেদন বলছে, এ ছবির জন্য ক্যাটরিনাকেই চূড়ান্ত করেছেন পরিচালক সুজিত।
এ মুহূর্তে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রভাস। ছুটি কাটিয়ে দেশে ফিরলেই শুরু হবে ‘সাহো’ ছবির কাজ। এ ছবির সংগীত আয়োজিন করছে সুরকারত্রয়ী সংকর-এহসান-লয়।