Thursday, September 12, 2024
Homeবিনোদনরইস হেরে যাবে কাবিলের কাছে?

রইস হেরে যাবে কাবিলের কাছে?

‘রইস’ Vs ‘কাবিল’, জোর টক্কর বক্স অফিসে। ‘কাবিল’-এর কাছে কি হেরে যাবে ‘রইস’? বক্স অফিস কালেকশন বলছে, শাহরুখের ‘রইস’কে রীতিমত বেগ দিচ্ছে হৃত্বিকের ‘কাবিল’। একসপ্তাহেই ১০০ কোটির ক্লাবে ঢুকে যাওয়া ‘রইস’ যখন দশম দিনে ব্যবসা করেছে ৬.৬০ কোটি, তখন ‘কাবিল’ও দশম দিনে ব্যবসা করেছে ৬.৪০ কোটি। ফলে এই মুহূর্তে দুটি ছবিই রয়েছে উইন-উইন সিচ্যুয়েশনে। শেষ ওভারে ম্যাচ জিততে পারে যে কেউ।

বাজিগর থেকে ডন, নেগেটিভ চরিত্রে দর্শকের কাছে বরাবরই সমাদর পেয়েছেন শাহরুখ। রইস-এও গ্যাংস্টার আলমের চরিত্র দর্শকের মন জয় করেছে। ছবিতে সত্ পুলিস অফিসারের চরিত্রে নওয়াজউদ্দিন সিদ্দিকিও ছবির অন্যতম আকর্ষণ। অন্যদিকে, হৃত্বিকের কাবিলের প্রশংসা ধীরে ধীরে লোকমুখে ছড়িয়েছে। অন্ধ যুবকের চরিত্রে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সমালোচক থেকে দর্শকদের।

রইসের বক্স অফিস কালেকশন :
প্রথম দিন (২৫ জানুয়ারি)- ২০.৪২ কোটি
একসপ্তাহ পর, ৭ দিনের মাথায় কালেকশন- ১০৯ কোটি
১০ দিন পর কালেকশন- ১২৮.৯৬ কোটি

অন্যদিকে কাবিল-এর বক্স অফস কালেকশন:
প্রথম দিন (২৫ জানুয়ারি)- ১০.৪৩ কোটি
একসপ্তাহ পর, ৭ দিনের মাথায় কালেকশন- ৭৯ কোটি
১০ দিন পর কালেকশন- ৯৬.৯৫ কোটি

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট