Thursday, September 19, 2024
Homeবিনোদনআবারও শাহরুখ-সালমান একসাথে

আবারও শাহরুখ-সালমান একসাথে

বলিউডের জনপ্রিয় দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানকে সর্বশেষ একসাথে দেখা গিয়েছিল রাকেশ রোশনের ছবি করণ–অর্জুনে। আবারও এই দুই খানকে এক সঙ্গে দেখা যাবে পরিচালক কবির খানের আসন্ন ছবি ‘টিউবলাইটে’। সোমবার সালমান খান ফিল্মসের (‌এসকেএফ)‌ সিওও অমর বাটলা তার ব্যক্তিগত টুইটারে কিং খানের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সের কথা জানান।

শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় ও হাম তুমহারে হ্যায় সনম চলচ্চিত্রে সালমানকে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল। পাশাপাশি সালমান খানের হর দিল জো প্যার করেগা ছবিতে শাহরুখের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে ছবিকে আরো আকর্ষণীয় করে তুলে। এসকেএফের সিওও অমর বাটলা টুইটারে লিখেছেন, টিউবলাইটের শুটিং সেটে একসঙ্গে দুই সুপারস্টার সালমান ও শাহরুখ রয়েছে। এতে ছবির গুরুত্ব আরো বেড়ে গেল দর্শকদের কাছে। কবির খান পরিচালনায় টিউবলাইটের শ্যুটিং হয়েছে লে, লাদাখ ও মানালিতে। অভিনয়ে দেখা যাবে বিশিষ্ট অভিনেতা ওম পুরি ও চীনা অভিনেত্রী ঝু ঝুকে। এই টিউবলাইট ছবিটি মুক্তি পাবে এ বছর ঈদের সময়।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট