Thursday, December 12, 2024
Homeবিনোদনশাহরুখ ক্যামেরার সামনে যা পারেন না

শাহরুখ ক্যামেরার সামনে যা পারেন না

বলিউডের বাদশা শাহরুখ খানকে ক্যামেরার সামনে আমরা তাকে সমস্ত কিছুতে পারদর্শীরূপে দেখি।
শাহরুখ খান ক্যামেরার সামনে কিছু করতে পারেন না, আসলে এমন ধারণাই নেই আমাদের। কিন্তু হ্যাঁ, ক্যামেরার সামনেও একটা কাজ করতে পারেন না বা অস্বস্তিতে ভোগেন বলিউডের বাদশা।
ক্যামেরার সামনে গালাগালি কিংবা যেকোনও কুকথা বলতে পারেন না কিং খান এমনটাই জানিয়েছে তিনি। তিনি বলেন, ‘ক্যামেরার সামনে গালাগালি কিংবা যেকোনও খারাপ কথা বলতেই আমরা খুব অসুবিধা হয়। এমনকী দেবদাসে ‘দুষ্ট’ কথাটাও বলতে সমস্যা হত আমার।‘ একটি সাক্ষাত্কার দেওয়ার সময়ে এই বক্তব্য বলেন এই বলিউড সুপারস্টার।
আর অল্প কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘রইস’। যেখানে তাঁকে আমরা গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখব। একইদিনে মুক্তি পেতে চলেছে বলিউডের আর এক সুপারস্টার হৃত্বিক রোশনের ছবি ‘কাবিল’।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট