Thursday, December 12, 2024
Homeলাইফস্টাইলযে বয়সী ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে

যে বয়সী ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে

কিছুকাল আগের কথা চিন্তা করুন। একটা সমবয়সী ছেলের সাথে একটা সমবয়সী মেয়ের কিন্তু বিয়ে হতো না। একটা ছেলে এবয় একটা মেয়ের বয়সের পার্থক্য ছিল ১০ বছরের মত। কিছুদিন আগে সমবয়সীদের ভিতর বিয়ের প্রকপটা একটু বেশি ছিল। তবে বর্তমানে আবার সেই আগের আভাটা পুরোটা না হলে কিছুটা দেখা যাচ্ছে। কিছুদিন আগে এমন একটি গবেষণায় পওেয়া গেছে যে, পুরুষরা তার থেকে একটু কম বয়সী নারীর দিকেই বেশি আকৃষ্ট হয়।
তবে সব কিছুরই ব্যতিক্রম আছে। মাত্র গোটা কয়েক ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দেয়। তবে নারীর চাওয়া ঠিক উল্টা রকম।একজন নারী তার সঙ্গী হিসেবে সব সময় তরুণ হিসেবে কাউকে চায়। এক সমীক্ষায় দেখা গেছে মেয়েরা তার সঙ্গী হিসেবে তার সমবয়সী বা তার থেকে হালকা একটু বেশি বয়সের পুরুষ চায়।
অন্যদিকে একজন পুরুষ এমন কোন নরীকে চায় যার বয়স ২০ এর কাছাকাছি। একজন নারী যখন ২২ বছর অতিক্রম করে তখন সেই নারী একজন পুরুষের আকর্ষণ হারাতে শুরু করে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট