Thursday, December 12, 2024
Homeবিনোদনপ্রথম দিনেই রইসের বাজিমাত

প্রথম দিনেই রইসের বাজিমাত

২০১৭ সালের প্রথম ব্লক ব্লাস্টার সিনেমা হওয়ার পথেই এগোচ্ছে কিং খান খ্যাত বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছবি ‘রইস’। ২৫ জানুয়ারি, একদিনেই রিলিজ হয়েছে দুই সুপারস্টারের শাহরুখ ও ঋত্বিক এই দুই স্টারের দুই সিনেমা ‘রইস’ ও ‘কাবিল’। একদিকে শাহরুখ খান, নওয়াজউদ্দিন, পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান এবং সানি লিওন, দ্য টিম ‘রইস’, অন্যদিকে ইয়ামি গৌতম এবং হৃতিকের ‘কাবিল’।
কিন্তু প্রথম দিনেই বাজিমাত বাজিগরের। গোটা ভারত জুড়ে প্রায় ১৮ থেকে ২০ কোটির ব্যবসা করেছে ‘রইস’। যার ধারে কাছেও আসেনি ‘কাবিল’।
ভারতের মোট ২৮০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে রইস। অন্যদিকে কাবিল মুক্তি লাভ করেছে ভারতের ২৪০০টি স্ক্রিনে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট