Saturday, February 15, 2025
Homeবাংলাদেশবাণিজ্য মেলা আরো ৪ দিন বাড়ল

বাণিজ্য মেলা আরো ৪ দিন বাড়ল

অবশেষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানো হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার সমাপ্তি হবে মেলার। সোমবার বিকেলে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড সভায় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময় ৪দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, মেলায় স্টল মালিকদের আবেদনের প্রেক্ষিতে শনিবার পর্যন্ত মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। অতিরিক্ত এ চারদিনের ফি’ও জমা দিয়েছেন তারা।
এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্য মেলায় আসতে পারেননি। এ কারণে গত বছর স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গত বছর ছিল ভিন্ন চিত্র। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সময় বাড়ায়নি ইপিবি।
উল্লেখ্য, বর্ধিত সময় অনুযায়ী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট