Thursday, September 12, 2024
Homeবিনোদনদীপিকা ভিন ডিজেলের সঙ্গে সন্তান চান?

দীপিকা ভিন ডিজেলের সঙ্গে সন্তান চান?

কানাঘুষো একটা খবর প্রায় কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে। আর এই খবরের শিরোনাম হচ্ছেন দীপিকা এবং হলিউডের কিংবদন্তি অভিনেতা ভিন ডিজেল। তাঁদের মধ্যে নাকি ঘনিষ্ঠ একটা সম্পর্ক গড়ে উঠেছে। এতদিন দীপিকা সরাসরি কিছু বলেননি। ভারতে এসে দীপিকার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গেও সাক্ষাৎ করেন ভিন ডিজেল। মনে করা হচ্ছিল এই সবটাই আসলে পাবলিসিটি স্টান্ট। তবে এবার সবাইকে অবাক করে দেওয়ার মত বক্তব্য রেখে সাড়া ফেলে দিলেন দীপিকা। “ভিন ডিজেলের সঙ্গে আমার অনেক সন্তান হোক, এমনটা আমার মাথায়​ ঘুরপাক খায়”, লস অ্যাঞ্জেলেসের একটি টেলিভিশন চ্যানেলের শো’তে দীপিকার এই মন্তব্যের পরই ভিন ডিজেল এবং দীপিকার সম্পর্কের গুঞ্জন যেন কলরবের আকার ধারণ করল।

  1. টেলিভিশন সঞ্চালকের একটি প্রশ্নে বলিউড তথা হলিউড স্টার দীপিকা  এও বলেন, “আগুন না থাকলে ধোঁয়া কখনই হয় না”। আর এই উত্তরই সম্পর্কের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। যা রটছে আসলেই কি তাই ঘটছে? দীপিকার উত্তর কিন্তু রটনা এবং ঘটনার সেতুবন্ধনেরই ইঙ্গিত, মনে করছেন সমালোচকদের অনেকেই।
আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট