Sunday, April 2, 2023
Homeবাংলাদেশচার শিক্ষক মিলে সম্ভ্রম কেড়ে নিল বালিকার।

চার শিক্ষক মিলে সম্ভ্রম কেড়ে নিল বালিকার।

ভারতের বিহারে অবস্থিত জেহানাবাদ জেলায় একটি সরকারি বিদ্যালয়ের ১২ বছরের শিক্ষার্থী অধ্যক্ষসহ চার শিক্ষকের দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের বরাত দিয়ে পিটিআই এ খবর জানিয়েছে।

উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা পি কে শ্রীবাস্তব বলেন, কাকো মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অজু আহমেদ এবং তার চার শিক্ষক অতুল রহমান, আবদুল বারী ও মো. শাখাওয়াত গত রোববার বিদ্যালয় ভবনে মেয়েটিকে একা পেয়ে এ ঘটনা ঘটায়। এই চার শিক্ষকের নামে মেয়েটির মা থানায় মামলা করেছেন।ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের খুঁজছে।

পুলিশ সূত্রে জানা যায় যে , সাধারণত ওই বিদ্যালয়ে রোববার ছুটি থাকে। তবে অধ্যক্ষের মৌখিক নির্দেশে এই রোববার বিদ্যালয়টি খোলা ছিল। রোববারের বদলে অধ্যক্ষ শুক্রবার বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছিলেন।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট