Thursday, September 12, 2024
Homeবাংলাদেশশাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত

শাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল দুর্বৃত্তের ছুরিকাঘাতের শিকার হয়েছেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শনিবার (৩ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা ৬টার দিকে শাবিপ্রবির মুক্তমঞ্চ এলাকায় এক দুর্বৃত্ত তাঁর মাথার পিছন দিকে ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীরা।

তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা সম্ভব হয়নি।

জাফর ইকবাল বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট