Thursday, May 9, 2024
Homeশিক্ষাকোন বোর্ডে পাসের হার কত?

কোন বোর্ডে পাসের হার কত?

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পাসের হার-সংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। আর আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে গড় পাসের হার সবচেয়ে বেশি। আর পাসের হার সবচেয়ে কম কুমিল্লা বোর্ডে।

রাজশাহীতে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ।

সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ।

যশোর বোর্ডে পাসের হার ৮০ দশমিক শূন্য ৪ শতাংশ।

বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

বেলা দুইটায় শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে নির্ধারিত পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে।

গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ।

আরও পড়ুনঃ

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট