Thursday, September 12, 2024
Homeখেলাধুলামাশরাফিকে অনুরোধ প্রধানমন্ত্রীর

মাশরাফিকে অনুরোধ প্রধানমন্ত্রীর

মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার রাতে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টাইগাররা অবিস্মরণীয় জয় পাবার পর মাশরাফির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। ওই সময়ই ম্যাশকে ক্রিকেটের সবচে’ সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেন তিনি।

সূত্র জানায়, ২ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধে জয় পাবার পর টাইগারদের অভিনন্দন জানিয়ে গণভবন থেকে মাশরাফিকে ফোন করেন শেখ হাসিনা। তখন মাশরাফিকে অভিনন্দন জানিয়ে টি-টোয়েন্টি থেকে অবসর না নেয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও টেলিফোনে কথা বলেন।এবারের শ্রীলঙ্কা সফর সাফল্যের সঙ্গেই শেষ করেছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও ১-১ সমতায় শেষ করেছে টাইগাররা।

আরো পড়ুন

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক কমেন্ট